খাজা এনায়েতপুরী (রহঃ) এর ছোট ছাহেবজাদার জানাজা সম্পন্ন হয়েছে। আজ শনিবার ( ১৯ অক্টোবর) বাদ জোহর এনায়েতপুর পাক দরবার শরীফ জামে মসজিদে জানাজা সম্পন্ন হয়। এনায়েতপুর পাক দরবার শরীফের খতিব ও পেশ ইমাম আলহাজ্ব হযরত মাওলানা আব্দুল আউয়াল জানাজার নামাজের ইমামতি করেন।
এরপর এনায়েতপুর পাক দরবার শরীফে তার বুজুর্গ পিতা খাজা শাহ মুহাম্মদ ইউনুছ আলী এনায়েতপুরী (রহঃ) ছাহেবের পাশেই সমাধি করা হয়।
সিরাজগঞ্জের এনায়েতপুরে বিশ্ব বরেণ্য আউলিয়া, তাপসকুল শিরোমণি হযরত খাজা শাহ মোহাম্মদ ইউনুছ আলী এনায়েতপুরী (রহঃ) সাহেবের ছোট ছাহেবজাদা হযরত খাজা মোঃ আব্দুল কুদ্দুস (ছোট হুজুর) হুজুর পাক।
তিনি ছিলেন হযরত খাজা শাহ মোঃ ইউনুছ আলী এনায়েতপুরী (রহঃ) ছাহেবের কনিষ্ঠ ছাহেবজাদা এবং সাবেক সভাপতি ও ফাউন্ডার মেম্বর ঢাকা স্টক এক্সচেঞ্জ, ঢাকা।