‘তুফান’ ছবিতে জুটি বেঁধেছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান ও প্রখ্যাত পরিচালক রায়হান রাফি।
ঢাকাভিত্তিক প্রোডাকশন হাউস আলফা-আই স্টুডিওস, ওটিটি প্ল্যাটফর্ম চোরকি এবং বিখ্যাত ভারতীয় প্রযোজনা সংস্থা এসভিএফ যৌথভাবে ছবিটি প্রযোজনা করবে।
শাকিব খানের তুফান মুভির ট্রেলার: Click
সোমবার ঢাকার একটি হোটেলে এক সংবাদ সম্মেলনে ছবিটির ঘোষণা দেওয়া হয়।
অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে রায়হান রাফি বলেন, “আমি খুবই উচ্ছ্বসিত কারণ তিনটি বড় কোম্পানি- আলফা-আই, চোরকি এবং এসভিএফ একসঙ্গে দুটি ছবি নির্মাণ করেছে। এছাড়া বাংলাদেশের সুপারস্টার শাকিব খানের সঙ্গে এটি আমার প্রথম ছবি।
“যখন তিনটি বড় প্রোডাকশন হাউস এবং একজন সুপারস্টার একত্রিত হয়, তখন আমরা অবশ্যই প্রকল্প থেকে কিছু আশা করতে পারি। আমরা সবে শুরু করেছি। আমরা সকলের দোয়া চাই। তবে, আমি এখানে একটি কথা বলতে পারি – ‘তুফান’ বাংলা চলচ্চিত্রে একটি মাইলফলক হতে চলেছে,” তিনি যোগ করেছেন।
শাকিব খানের তুফান মুভির ট্রেলার: Click
‘তুফান’ নিয়ে উচ্ছ্বসিত শাকিব খানও। তিনি বলেন, ‘আমি সব সময় বলে আসছি বাংলাদেশের চলচ্চিত্রে অসীম সম্ভাবনা রয়েছে। শুধু দেশেই নয়, বিদেশেও এর বড় বাজার রয়েছে। সারা বিশ্বে 300 মিলিয়ন বাংলাভাষী মানুষ রয়েছে এবং তাদের অবশ্যই মানসম্পন্ন চলচ্চিত্র অফার করা উচিত। ফিল্ম সেক্টরের লোকদের শুধু কাজের উপযুক্ত পরিবেশ দিতে হবে। বাকিটা সিনেমাপ্রেমীরাই করবেন।”
তার শেষ ছবি ‘প্রিয়তোমা’ প্রসঙ্গে তিনি বলেন, ‘এই ছবিটি বাংলা চলচ্চিত্রে নতুন যুগের সূচনা করেছে। ফ্রান্স, ইতালি, আয়ারল্যান্ড, মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এবং অস্ট্রেলিয়া সহ অনেক দেশে দর্শকদের দীর্ঘ সারি এবং ছবিটির অগ্রিম টিকিট বিক্রি নিয়ে আমরা সংবাদপত্র, টেলিভিশন এবং সোশ্যাল মিডিয়ায় প্রতিবেদন দেখেছি।
নতুন ছবির প্লট প্রসঙ্গে শাকিব খান বলেন, “আমি এক বাক্যে বলব যে বাংলা ছবিতে এমন গল্প আগে কখনো দেখা যায়নি। আমি গর্বিত বোধ করি যে ভিন্ন কিছু ঘটবে এবং তা সবাইকে আনন্দিত করবে।”
শাকিব খানের তুফান মুভির ট্রেলার: Click
আলফা-আই স্টুডিওর ম্যানেজিং ডিরেক্টর শাহরিয়ার শাকিল বলেন, “আলফা-আই স্টুডিওস সবসময় বাংলাদেশের বিনোদন জগতে অগ্রণী ভূমিকা পালন করেছে। একটি অগ্রগতিশীল প্রোডাকশন হাউস হিসেবে আমরা আগেই বুঝেছিলাম যে বাঙালি দর্শক মানসম্পন্ন কন্টেন্ট চায়। আমরা সবসময় চেষ্টা করেছি। এইবার, আলফা-আই, এসভিএফ এবং চোরকি বাংলা সিনেমার বাজারকে আপগ্রেড করতে এবং বিশ্বব্যাপী দর্শকদের কাছে পৌঁছে দিতে একত্রিত হয়েছে।”
“আমরা বাংলাদেশের সেরা দুই প্রতিভাকে এক ছাতার নিচে নিয়ে এসেছি। বাংলাদেশের একমাত্র সুপারস্টার, শাকিব খান এবং সমসাময়িক জনপ্রিয় পরিচালক রায়হান রাফি আরেকটি ব্লকবাস্টার দেওয়ার জন্য জুটি বেঁধেছেন,” তিনি যোগ করেছেন।
ভারতের শীর্ষস্থানীয় প্রোডাকশন হাউসগুলির মধ্যে একটি, SVF ফিল্মস গত 28 বছর ধরে বাংলা সিনেমার ইতিহাস পরিবর্তন করে চলেছে। ‘রেইনকোট’, ‘চোখের বালি’, ‘অটোগ্রাফ’, ‘বাইশে শ্রাবণ’-এর মতো ছবি দিয়ে বাংলা সিনেমার জগতকে সমৃদ্ধ করেছেন তাঁরা।
শাকিব খানের তুফান মুভির ট্রেলার: Click
এসভিএফ-এর পরিচালক ও সহ-প্রতিষ্ঠাতা মহেন্দ্র সোনি বলেছেন, “আমরা বাংলা চলচ্চিত্রের আরেকটি নতুন অধ্যায়ের দ্বারপ্রান্তে রয়েছি কারণ এসভিএফ, আলফা-আই, চোরকি মেগাস্টার শাকিব খানকে নিয়ে এমন একটি প্রযোজনা আনতে চলেছে যা স্কেলকে নতুন করে সংজ্ঞায়িত করবে। আবারও গল্প বলার এই সহযোগিতা বিশ্বমঞ্চে বাংলা চলচ্চিত্রকে এক অভূতপূর্ব উচ্চতায় নিয়ে যেতে প্রস্তুত, এবং এটি আমাদের সকলের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত হয়ে থাকবে।
চর্কির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদোয়ান রনি বলেন, “বাংলা চলচ্চিত্র শিল্পের জন্য এটি একটি ভালো সময়। বাংলাভাষী দর্শকদের সিনেমায় নিয়ে আসতে এবং তাদের আন্তর্জাতিক মানের বিষয়বস্তু দিতে আলফা-আই, চোরকি এবং এসভিএফ এই উদ্যোগ নিয়েছে।”
এর আগে ৯ ডিসেম্বর ঢাকায় এক সংবাদ সম্মেলনে এই তিনটি কোম্পানি তাদের প্রথম যৌথ প্রযোজনার ছবি ‘ডোম’ (শেষ নিঃশ্বাস পর্যন্ত) প্রকাশ করে। রেদোয়ান রনি পরিচালিত এ ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করবেন চঞ্চল চৌধুরী।
শাকিব খানের তুফান মুভির ট্রেলার: Click