মোঃ শামীম হোসেন, স্টাফ রিপোর্টারঃ চন্দ্রাবতী একাডেমির প্রকাশনার দশ বছর পূর্তি উপলক্ষে চন্দ্রাবতী একাডেমির আয়োজনে বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে ৮ ও ৯ই সেপ্টেম্বর ২০২৩, শুক্র ও শনিবার দুইদিনব্যাপী ‘চন্দ্রাবতী শিশুসাহিত্য উৎসব ২০২৩ অনুষ্ঠিত হয়। উৎসবের প্রথমদিন ৮ সেপ্টেম্বর, বিকাল ৩টায় প্রথমদিনের উদ্বোধনী অনুষ্ঠানে দেশের যশস্বী শিল্পী এমিরিটাস অধ্যাপক হাশেম খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এই উৎসব উদ্বোধন করেন প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকেন বাংলাদেশ শিশু একাডেমির মহাপরিচালক বিশিষ্ট শিশুসাহিত্যিক আনজীর লিটন।
উদ্বোধনী অনুষ্ঠানের প্রথম দিকেই শিশুসাহিত্যে নিজ নিজ অবদানের স্বীকৃতিস্বরূপ স্বনামধন্য লেখক শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম,শিশুসাহিত্যিক মারুফুল ইসলাম, শিশুসাহিত্যিক ফারুক হোসেন ও শিশুসাহিত্যিক রহীম শাহ-এর হাতে চন্দ্রাবতী একাডেমি শিশুসাহিত্য পুরস্কার ও সম্মাননা তুলে দেওয়া হয়। অত্র অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চন্দ্রাবতী শিশুসাহিত্য উৎসব এর সদস্য সচিব,কামরুজ্জামান কাজল। দ্বিতীয় পর্বে “লেখক হওয়ার গল্প” বিষয়ে আলোচনা সভায় শিশুসাহিত্যিক রায়হান সিদ্দিকের সভাপতিত্বে অতিথি কবি ছিলেন, শিশুসাহিত্যিক আখতার হুসেন,শিশুসাহিত্যিক রোকেয়া খাতুন রুবী, শিশুসাহিত্যিক, রোমেন রায়হান।
শিশুসাহিত্যে মুক্তিযুদ্ধ সেমিনারে শিশুসাহিত্যিক, কাইজার চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক, কবি মুহম্মদ নূরুল হুদা, চন্দ্রাবতী শিশুসাহিত্য উৎসবের প্রধান সমন্বয়ক, শিশুসাহিত্যিক রাশেদ রউফ, আলোচক ছিলেন কথাসাহিত্যিক রফিকুর রশীদ, শিশুসাহিত্যিক ওমর কায়সার।চতুর্থ পর্বে “ভুলি নাই ভুলব না” বিষয়ে আলোচনা সভায় ছিলেন শিশুসাহিত্যিক সুব্রত বড়ুয়ার সভাপতিত্বে জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান, অধ্যাপক শামসুজ্জামান খান, শিশুসাহিত্যিক আলী ইমাম, কবি হাবীবুল্লাহ সিরাজী, শিশুসাহিত্যিক সুবল কুমার বণিক। একক বক্তা ছিলেন, শিশুসাহিত্যিক সুজন বড়ুয়া।
সমাপনী অনুষ্ঠানে চন্দ্রাবতী শিশুসাহিত্য উৎসবের চেয়ারম্যান মাহফুজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, দৈনিক আমাদের সময় পত্রিকার সম্পাদক, কবি ও প্রাবন্ধিক আবুল মোমেন, বিশেষ অতিথি ছিলেন কবি ও শিশুসাহিত্যিক আসলাম সানী, শিশু সংগঠক, ভেজবাংলা লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক,মোহাম্মদ মহসীন। এছাড়াও দেশের বিভিন্ন জেলা থেকে নবীন ও প্রবীণ লেখকদের আগমনে কবি সাহিত্যিকদের এক বর্ণাঢ্য মিলন মেলায় রুপায়ন হয়। দুইদিনের এই সম্মেলনের বিভিন্ন অধিবেশনে প্রবন্ধ পাঠ, আলোচনা, স্মরণ, লেখক হওয়ার গল্প এবং ছড়াকবিতা আবৃত্তির মাধ্যমে বাংলা শিশুসাহিত্যের একটি রূপরেখা আকিত হয়।