1. admin@dailyjamunasongbad.com : admin :
প্রভাব খাটিয়ে ইউনিয়ন পরিষদের পরিবর্তে নিজ গ্রামে নিয়ে ভিজিএফ এর চাল বিতরণ - দৈনিক যমুনা সংবাদ
রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১১:৩২ অপরাহ্ন
শিরোনাম :
শাহজাদপুরে ৪ নারী পেলেন বেগম রোকেয়া জয়ীতা সম্মাননা পদক ২০২৪ শাহজাদপুরে রাজশাহী রেঞ্জের ডিআইজির মতবিনিময় সভা অনুষ্ঠিত শাহজাদপুরের নন্দলালপুর রাখ জলা মহল ইজারার বিরুদ্ধে সংবাদ সম্মেলন শাহজাদপুরে পোরজনায় সরকারি রাস্তা উদ্ধারের দাবিতে স্কুলগামী ছাত্র-ছাত্রীদের মানববন্ধন শাহজাদপুরে ছাত্রীকে কু-প্রস্তাব দেওয়ায় শিক্ষককে শোকজ শাহজাদপুর সাব রেজিষ্ট্রি অফিসের দলিল লেখক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত শাহজাদপুরে পোরজনায় সাম্য,মানবিক বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে জাতীয়তাবাদী যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত শাহজাদপুরে রংধনু মডেল স্কুলের পক্ষ থেকে প্রেস ক্লাবের নেতৃবৃন্দকে সংবর্ধনা সিরাজগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি হাসান,সাধারণ সম্পাদক ইন্না খাজা এনায়েতপুরী (রহঃ) এর ছোট ছাহেবজাদার জানাজা সম্পন্ন

প্রভাব খাটিয়ে ইউনিয়ন পরিষদের পরিবর্তে নিজ গ্রামে নিয়ে ভিজিএফ এর চাল বিতরণ

দৈনিক যমুনা সংবাদ
  • প্রকাশিত : শুক্রবার, ১৪ জুন, ২০২৪
  • ৫৮ বার পঠিত

শাহজাদপুর(সিরাজগঞ্জ) প্রতিনিধি:
নিজের প্রভাব খাটিয়ে পোরজনা ইউনিয়ন পরিষদের পরিবর্তে নিজ গ্রামে নিয়ে প্রধানমন্ত্রীর ঈদ উপহার ভিজিএফ এর চাল বিতরণ করলেন ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন বাবু। গত মঙ্গলবার পোরজনা ইউনিয়নের দুস্থ অসহায় মানুষের জন্য বরাদ্দকৃত ভিজিএফ এর চাউল পরিষদের গোডাউনে না তুলে নিয়ে যান নিজ গ্রামের ঈদগাহ মাঠে। পরেরদিন
বুধবার সকাল থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত বাচড়া গ্রামের ঈদগাহ মাঠে ভিজিএফ এর চাল বিতরণ করতে দেখা যায়। এমন ঘটনায় জনমনে প্রশ্ন ওঠে সুন্দর মনোরম পরিবেশের পরিষদ রেখে চেয়ারম্যানের নিজ গ্রামে বিজিএফ এর চাউল বিতরণ করার মূল উদ্দেশ্য আসলে কি? এ বিষয়টি অত্যন্ত ন্যাক্কার জনক বলে মনে করে সাধারণ মানুষ।

এ সময় সাংবাদিকদের সামনেই ভিজিএফ এর চাল বিতরণ কালে চাল নিতে আসা দুস্থ্য মহিলা ছবি রানী সরকারকে হাত তুলে তোড়ে মারতে আসেন আনোয়ার হোসেন বাবু। চরপোরজনা গ্রামের ছোরমান আলীর স্ত্রী আলেয়া খাতুন (৩৫), নন্দলালপুর গ্রামের সাহিদা খাতুন, চরপোরজনা গ্রামের আমেনা খাতুন অভিযোগ করেন, ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন বাবু চাল বিতরণের সময় তাদের সহ অনেক কেই ধাক্বা দিয়ে বের করে দিয়েছেন। এসময় একজনকে ধাক্কা দিয়ে মাটি ফেলে দিলে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। এসময় উপস্থিত জনতা মাথায় পানি ঢেলে তাকে সুস্থ্য করে বাড়ি পাঠিয়ে দেন।

নন্দলালপুর গ্রামের সাহিদা খাতুন জানান, ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন বাবু আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়ার পরে চেয়ারম্যানের নির্দেশে এক মহিলা আনসার চর থাপ্পর দিয়ে ধাক্কাতে ধাক্কাতে আমাকে বের করে দেয়। এছাড়া অনেকে অভিযোগ করে বলেন দুই দিন ধরে চালের জন্য অপেক্ষা করার পরেও আমাদের চাল দেওয়া হয়নি। অথচ বস্তা পরিবর্তন করে আনসার সদস্যদের দিয়ে ভ্যানে করে বস্তা বস্তা চাল পাচার করা হয়েছে।

এব্যাপারে পোরজনা ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন বাবুকে বার বার ফোন দিলেও তিনি রিসিভ করেননি, ফলে তার বক্তব্য পাওয়া যায়নি। তবে ইপি সচিব নাজমুল ইসলাম জানান, ইউনিয়ন পরিষদ রেখে অন্যস্থানে ভিজিএফ এর চাউল বিতরণেন জন্য উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের কাছ থেকে লিখিত অনুমতি নেওয়া হয়েছে।

এদিকে শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান বলেন,প্রধানমন্ত্রীর দেয়া উপহার ভিজিএফ এর চাল বিতরণ অবশ্যই সুষ্ঠুভাবে করতে হবে এবং আমি কখনো চেয়ারম্যানের নিজ গ্রামে বাচড়া ঈদগাহ মাঠে ভিজিএফ এর চাউল বিতরণের লিখিত অনুমতি দেয়নি।
তাছাড়া দুস্থ্যদের জন্যে বরাদ্ধের চাল নিতে আসা মহিলাদের গায়ে হাত তোলা অবশ্যই ঠিক নয় । এ বিষয়ে খোজ খবর নিয়ে ব্যাবস্থা নেওয়া হবে। তিনি আরো বলেন সুন্দর মনোরম পরিবেশের ইউনিয়ন পরিষদ রেখে নিজগ্রামে কেন চাউল বিতরণ করা হল সে বিষয়ে চেয়ারম্যান মহোদয় কে কারণ দর্শনের নোটিশ করা হবে।

এ জাতীয় আরও খবর