নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ শিশু একাডেমির মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন শিশু সাহিত্যিক ও ছাড়াকার আনজীর লিটন। মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। তিন বছরের জন্য তাকে এই পদে নিয়োগ দেওয়া হয়। এর আগে আনজীর লিটন এক দফা শিশু একাডেমির পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। এর আগে সোমবার এক প্রজ্ঞাপনে শিশু একাডেমির ডিজি মো. শরিফুল ইসলামকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে বদলি করা হয়। আনজীর লিটন ১৯৬৫ সালের ১৭ জুন ময়মনসিংহ ব্রহ্মপুত্র নদের তীরে জন্মগ্রহণ করেন। তার শৈশব-কৈশোর কেটেছে গ্রামে। আনজীর লিটনের প্রথম লেখা প্রকাশিত হয় ‘দৈনিক জাহান’-এ। পড়াশুনা করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, বিষয় ছিল রাষ্ট্রবিজ্ঞান। প্রথম বই ‘খাড়া দুটো শিং’ প্রকাশিত হয় ১৯৯২ সালে। তার উল্লেখযোগ্য বই হচ্ছে- আগে গেলে বাঘে খায়, বিড়ালটি সিমকার্ড খেয়ে ফেলেছে, সাদা গাছের পাতা, সবুজ ঘাসের সাইকেল, গুড বয় ব্যাড বয়, ছোটদের নাটিকা, ভূতের গলির ভূত,প্রিয় ছন্দে নতুন দোলা, রঙের পুকুর, লালপরীর লাল টমেটো, রঙের দেশে তুলির রাজা প্রভৃতি। লিখেছেন নাটক, গল্প, কিশোর উপন্যাসও। আনজীর লিটন লেখালেখির স্বীকৃতিস্বরূপ অগ্রণী ব্যাংক শিশুসাহিত্য পুরস্কার, এম নুরুল কাদের শিশুসাহিত্য পুরস্কার, কুসুমের সেরা সাহিত্য পুরস্কারসহ বাংলা একাডেমির পুরস্কার লাভ করেন।এছাড়াও গত ২৩শে সেপ্টেম্বর ভারতের পশ্চিমবঙ্গের চন্দননগরে “আন্তর্জাতিক সাহিত্য উৎসব”থেকে পুরস্কার লাভ ও বিশেষ সম্মাননায় ভূষিত হয়েছেন।