নিজস্ব প্রতিবেদকঃ সিরাজগঞ্জের শাহজাদপুরে শনিবার ১২ নভেম্বর ২০২২ ইং শহীদ বীর মুক্তিযোদ্ধা ও বুদ্ধিজীবী আব্দুল কাদের মিয়ার নামে শাহজাদপুর থানার অভ্যর্থনা কক্ষ ও সার্ভিস ডেলিভারি সেন্টার উদ্বোধন করা হয়। রাজশাহী রেঞ্জের সম্মানিত ডিআইজি মোঃ আব্দুল বাতেন বিপিএম,পিপিএম ভার্চুয়ালে অংশগ্রহণের মাধ্যমে এবং সিরাজগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ আরিফুর রহমান মন্ডল বিপিএম (বার) উপস্থিত থেকে অভ্যর্থনা কক্ষ ও সার্ভিস ডেলিভারি সেন্টার উদ্বোধন করেন। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শহীদ বীর মুক্তিযোদ্ধা ও বুদ্ধিজীবী আব্দুল কাদের মিয়ার সুযোগ্য সন্তান ইন্ডাস্ট্রিয়াল পুলিশ হেড কোয়াটারের অতিরিক্ত পুলিশ সুপার সামিউল ইসলাম (লিটন) শাহজাদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ হাসিবুর রহমান, অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলাম, ইন্সপেক্টর আব্দুল মজিদ ও বুদ্ধিজীবী আব্দুল কাদের মিয়ার পরিবারের সদস্যবৃন্দ প্রমুখ।