সিরাজগঞ্জের শাহজাদপুরের নন্দলালপুর-কুঠিবাড়ী রাখ জলা মহল ইজারার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন নন্দলালপুর পূর্ব পাড়া সমগ্র পোরজনা ইউনিয়ন মৎসজীবি সমবায় সমিতির পক্ষে সভাপতি মোহাম্মদ আলী প্রাং।
সোমবার (১৮ নভেম্বর) দুপুরে নন্দলালপুর সমিতির কার্যালয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সমিতির সভাপতি মোহাম্মদ আলী প্রাং। সংবাদ সম্মেলনে মোহাম্মদ আলী প্রাং জানান, গত ৩০ অক্টোবর ২০২৩ সালে শাহজাদপুর উপজেলার পৌর এলাকার পাড়কোলা মৎসজীবি সমবায় সমিতির নামে নন্দলালপুর Ñ কুঠিবাড়ী রাখ জলা মহলটি ইজারা হয়। জলা মহলটি নন্দলালপুর দক্ষিণ প্রান্তে অবস্থিত হওয়ায় এটি সমিতির সদস্যদের অগ্রাধিকার। কিন্তু নিয়ম বহির্ভূতভাবে ১৫ কিলোমিটার দূরবর্তী শাহজাদপুর পৌরসভার পাড়কোলা মৎসজীবি সমবায় সমিতির নামে ইজারা হওয়ায় এলাকাবাসী বিষ্মিত। এর প্রেক্ষিতে সমিতির পক্ষ থেকে ইজারা বাতিল চেয়ে জেলা প্রশাসক বরাবর অভিযোগ দাখিল করলে বর্তমান শাহজাদপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এর নিকট তদান্তাধীন রয়েছে। সংবাদ সম্মেলনে রাখ জলা মহলটি নতুন করে নন্দলালপুর পূর্বপাড়া মৎসজীবি সমিতির নামে ইজারা প্রদানের জোর দাবী জানান।