নিজস্ব প্রতিবেদকঃ সিরাজগঞ্জের শাহজাপুরে কৈজুরী ইউনিয়নের গুপিয়াখালি গ্রামে গত বৃহস্পতিবার জমি দখল সংক্রান্ত বিষয় নিয়ে সকাল ৮ টার দিকে আব্দুর রহমান গ্রুপ ও আনছার মোল্লা গ্রুপের সাথে এক বিশাল সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় দুগ্রুপের বেশ কয়েকজন আহত হয়। সিরাজগঞ্জ শেখ ফজিলাতুন নেছা মুজিব ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।আনছার মোল্লা গ্রুপের পক্ষ থেকে জানা যায় সংঘর্ষ চলমান অবস্থায় বৃহস্পতিবারেই আনছার মোল্লা গ্রুপের লোকজনদের বাড়ি থেকে ১৮ টি গরু,১২ ছাগল, নগদ ৩ লক্ষ ৪০ হাজর টাকা ও অনেক আসবাবপত্র লুটপাট করে নিয়ে যায়। এরই ধারাবাহিকতায় দ্বিতীয় দফায় আবারো ২৭ অক্টোবর শুক্রবার মধ্য রাতে সোহেল রানার নেতৃত্বে আব্দুর রহমান গ্রুপ প্রায় ৫০ জন আনছার মোল্লা গ্রুপের বেশ কয়েকটি বাড়িতে রাত ১ টার দিকে লুটপাট চালিয়ে আনছার মোলার বাড়ি থেকে ৫ গরু ও দুই লক্ষ টাকা নিয়ে নেয় এবং ফাতেমা খাতুন নামে একজন মহিলা কে নির্যাতন করে তাকে আহত করে। পরে গোয়াল ঘরে আগুন দিয়ে পড়িয়ে ছাই করে চলে যায়। সোনাই মোল্লার বাড়ি থেকে ৫ টি ছাগল ও রন্জু মিয়ার ১টি অটোভ্যান, সবুজ ফকিরের ১টি অটোভ্যান, বাবলু মোল্লার বাড়ি থেকে ২টি গরু, লাভলু মোলার বাড়ি থেকে ২টি গরুসহ গহনা ও আসবাবপত্র লুট করে নিয়ে যায়। এ বিষয়ে শাহজাদপুর থানা অফিসার ইনচার্জ জানান, এখন পর্যন্ত আনছার গ্রপের পক্ষ থেকে মামলা করতে আসেনি, তাহারা আসলে তাদেরও মামলা নেয়া হবে।