বিমল কুন্ডু: সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌর এলাকার পাড়কোলা গুছগ্রামের ৩ বাড়িতে পৃথক অভিযান চালিয়ে ৩টি ওয়ান শুটার পাইপগানসহ ১৯ রাউন্ড গুলি উদ্ধার করেছে যৌথবাহিনীর সদস্যরা।
সোমবার (৯ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ সবুজ রানা জানান, রবিবার (৮ সেপ্টেম্বর) দুপুর থেকে বিকেল পর্যন্ত লে. কর্নেল নাহিদের নেতৃত্বে যৌথবাহিনীর একটি দল পৌরসভার পাড়কোলা গুচ্ছ গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে নজরুল ইসলাম (৬০) এর বসত বাড়ী থেকে ১টি ওয়ান শুটার পাইপ গান ও ৬ রাউন্ড গুলি, শফিকুল ইসলামের ছেলে শাহাদত হোসেন (২৬) এর বাড়ী থেকে ১টি ওয়ান শুটার পাইপ গান ও ৭ রাউন্ড গুলি এবং মো: সালমান ফকিরের ছেলে ছামাদ আলীর (৩৭) বাড়ী থেকে অপর ১টি ওয়ান শুটার পাইপ গান ও ৬ রাউন্ড গুলি উদ্ধার করে। উদ্ধার অভিযানকালে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মুশফিকুর রহমান ও শাহজাদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো কামরুজ্জামান উপস্থিত ছিলেন বলে তিনি জানান। ওসি সবুজ রানা আরও জানান, এ বিষয়ে শাহজাদপুর থানায় ৩ জনের নামে পৃথক তিনটি মামলা হয়েছে। আসামীদের গ্রেফতারে অভিযান চলছে।
সম্পাদক ও প্রকাশক : জেলহক হোসাইন
মোবাইল: 01712-458580
: 01643-119696
ঢাকা অফিস: মতিঝিল প্লাজা-১৯৩/সি-১, ফকিরাপুল ঢাকা,
সিরাজগঞ্জ অফিস: লতিফ প্লাজা, মনিরামপুর বাজার
শাহজাদপুর, সিরাজগঞ্জ
Copyright © 2025 দৈনিক যমুনা সংবাদ. All rights reserved.