1. admin@dailyjamunasongbad.com : admin :
শাহজাদপুরে ছাত্রীকে কু-প্রস্তাব দেওয়ায় শিক্ষককে শোকজ - দৈনিক যমুনা সংবাদ
রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১১:১৩ অপরাহ্ন
শিরোনাম :
শাহজাদপুরে ৪ নারী পেলেন বেগম রোকেয়া জয়ীতা সম্মাননা পদক ২০২৪ শাহজাদপুরে রাজশাহী রেঞ্জের ডিআইজির মতবিনিময় সভা অনুষ্ঠিত শাহজাদপুরের নন্দলালপুর রাখ জলা মহল ইজারার বিরুদ্ধে সংবাদ সম্মেলন শাহজাদপুরে পোরজনায় সরকারি রাস্তা উদ্ধারের দাবিতে স্কুলগামী ছাত্র-ছাত্রীদের মানববন্ধন শাহজাদপুরে ছাত্রীকে কু-প্রস্তাব দেওয়ায় শিক্ষককে শোকজ শাহজাদপুর সাব রেজিষ্ট্রি অফিসের দলিল লেখক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত শাহজাদপুরে পোরজনায় সাম্য,মানবিক বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে জাতীয়তাবাদী যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত শাহজাদপুরে রংধনু মডেল স্কুলের পক্ষ থেকে প্রেস ক্লাবের নেতৃবৃন্দকে সংবর্ধনা সিরাজগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি হাসান,সাধারণ সম্পাদক ইন্না খাজা এনায়েতপুরী (রহঃ) এর ছোট ছাহেবজাদার জানাজা সম্পন্ন

শাহজাদপুরে ছাত্রীকে কু-প্রস্তাব দেওয়ায় শিক্ষককে শোকজ

বিমল কুন্ডু:
  • প্রকাশিত : শনিবার, ৯ নভেম্বর, ২০২৪
  • ৩৪ বার পঠিত

সিরাজগঞ্জের শাহজাদপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক (শরীরচর্চা) মেহেদী হাসানের বিরুদ্ধে একই বিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্রীকে কু- প্রস্তাব দেয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই ছাত্রীর বড় ভাই শিক্ষক মেহেদী হাসানের বিরুদ্ধে যথাযথ শাস্তির দাবি জানিয়ে স্কুল কর্তৃপক্ষ বরাবর লিখিত অভিযোগ করেছেন। প্রেক্ষিতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক অভিযুক্ত শিক্ষককে কারন দর্শানোর নোটিশ দিয়েছেন। এদিকে শিক্ষক কর্তৃক ছাত্রীকে কু- প্রস্তাব দেয়ার ঘটনায় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

শনিবার (৯ নভেম্বর) উপজেলা সদরে অবস্থিত শাহজাদপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় ঘুরে জানা গেছে, বিদ্যালয়ের সহকারি শিক্ষক মেহেদী হাসান গত মঙ্গলবার স্কুলের দশম শ্রেণির এক ছাত্রীর সাথে কুরুচিপূর্ণ আচরন করেন এবং একপর্যায়ে তিনি তার সহপাঠীদের সামনে ওই ছাত্রীকে বলেন, ‘তোমার মাকে আমার পছন্দ হয়েছে, আমি তোমার মাকে বিয়ে করতে চাই’ । পরে বিষয়টি জানাজানি হলে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। একপর্যায়ে ওই ছাত্রীর বড়ভাই জাহিদুল ইসলাম সজীব বাদী হয়ে পরদিন শিক্ষক মেহেদী হাসানের বিরুদ্ধে প্রধান শিক্ষক বরাবর লিখিত অভিযোগ করেন।

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম সাইফুল ইসলাম জানান, স্কুলের ১০ম শ্রেনীর এক ছাত্রী ও তার মাকে নিয়ে কুরুচিপূর্ণ কথা বলায় ওই ছাত্রীর বড়ভাই শিক্ষক মেহেদী হাসানের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন । এর প্রেক্ষিতে অভিযুক্ত শিক্ষককে ৭ কর্ম দিবসের মধ্যে সন্তোষজনক জবাব চেয়ে কারন দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। তিন জানান, সন্তোষজনক জবাব না পেলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। অন্যদিকে এ বিষয়ে অভিযুক্ত শিক্ষকের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি কোন মন্তব্য না করে সংযোগ বিচ্ছিন্ন করে দেন। এদিকে ঘটনাটি ধামাচাপা দেয়ার জন্য শিক্ষক মেহেদী হাসান বিভিন্ন মহলে জোর তদবির শুরু করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

এ জাতীয় আরও খবর