মোঃ রাসেল সরকার : সিরাজগঞ্জের শাহজাদপুরে চরকৈজুরী মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক নিয়োগে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি, অভিভাবক ও এলাকাবাসীর অভিযোগ চলতি বছর গত মাসের ২০/৪/২০২৪/ শনিবার তারিখে সহকারী প্রধান শিক্ষক নিয়োগ পরিক্ষায় ১২,০০,০০০/- (বারো লক্ষ) টাকার বিনিময়ে অসৎ উপায়ে ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ আব্দুর রশিদ একজন কে সহকারী প্রধান শিক্ষক হিসাবে নিয়োগ প্রদান করেন। অর্থের বিনিময়ে তড়িঘড়ি করে নিয়োগ দেওয়া হয়েছে। যা নিয়ে এলাকায় সাধারণ মানুষের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
জেলা প্রশাসন ও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিপ্তরে দাখিলকৃত অভিযোগে জানা গেছে, পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতে চরকৈজুরী মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ আব্দুর রশিদ ১২,০০,০০০/- (বারো লক্ষ) টাকার বিনিময়ে একজন কে সহকারী প্রধান শিক্ষক হিসাবে নিয়োগ প্রদান করেন।এলাকাবাসী বলেন পরিকল্পনা করে নিয়োগ দিয়েছেন।
ম্যানেজিং কমিটির সদস্য মোঃ অবসর প্রাপ্ত সেনাবহিনীর কর্মকতা মোহাম্মদ ফজলুল হক বলেন, এই নিয়োগের বিষয়ে ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ আব্দুর রশিদ আমাকে টাকা দিতে এসেছিলেন কিন্ত আমি টাকা নেইনি। কমিটির সদস্যদের অনুমোদন না নিয়ে তিনি একাই এ নিয়োগ দিয়েছে।
এ ব্যাপারে চরকৈজুরী মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ আব্দুর রশিদ কে এ বিষয়ে বারবার ফোন দিলেও তিনি স্বাক্ষাতকার দিতে টালবাহানা করেন।
এ বিষয়ে শাহজাদপুর উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার এস,এম শাহাদত হোসেন বলেন, যদি এমন ঘটনা হয়ে থাকে তদন্ত করে ব্যবস্থা গ্রহন করা হবে।