নিজস্ব প্রতিবেদকঃ মঙ্গলবার সিরাজগঞ্জের শাহজাদপুরে সমাজসেবা অধিদপ্তর এর সিএসপিবি প্রকল্পের কেস ম্যানেজমেন্ট অধিনে সুবিধাবঞ্চিত ৩৫ জন শিশু ও ৫ জন শিশু সুরক্ষা সেচ্ছাসেবীদের মাঝে ইউনিসেফ কর্তৃক প্রদত্ত ব্যবহার সামগ্রী বিতরণ করা হয়। উক্ত ব্যবহার সামগ্রী বিতরণে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ মকবুল হোসেন,সহকারী সমাজসেবা কর্মকর্তা বিপ্লব কুমার সরকার, ফিল্ড সুপারভাইজার রাসেল সরকার, রাজশাহী বিভাগীয় কার্যালয়ের শিশু সুরক্ষা সমাজকর্মী মোঃ রাজিবুল আলম। শিশু সুরক্ষা সমাজকর্মী ফাতেমা খাতুন,সকল ইউনিয়ন সমাজকর্মী ও সেচ্ছাসেবকবৃন্দ। ব্যবহার সামগ্রীর মধ্যে কম্বল,গামছা,সাবান,পেস্ট,ক্লিপবোর্ড,কলম,ফটোকপি প্রিন্টার, পেপার A4 সাইজ, কোমর কোট থ্রো ওভার-পিসি ছাতা, টর্চ/ সৌর লণ্ঠন, ওয়াটারপ্রুফ ক্যারি ব্যাগসহ বিভিন্ন কিটস বিতরণ করা হয়।