সিরাজগঞ্জের শাহজাদপুরের সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার শাহজাদপুর সাব রেজিস্ট্রি অফিস কার্যালয়ে সকাল সকাল ৯ ঘটিকা থেকে বিকাল ৩ ঘটিকা পর্যন্ত গোপন ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। উক্ত নির্বাচনে সভাপতি পদে ইউসুফ সেলিম, সহ সভাপতি পদে আব্দুল হাই হেলাল, সাধারণ সম্পাদক পদে সোলায়মান হোসেন লিমন সরকার, সহ সাধারণ সম্পাদক পদে ইমরান আহমেদ, সাংগঠনিক সম্পাদক পদে আলাউদ্দিন, কোষাধ্যক্ষ পদে জাহিদ হোসেন, সদস্য পদে নাসির উদ্দিন, আবুল খায়ের, সোহেল রানা, আফসার আলী ও ফেরদৌস আলম দুলাল নির্বাচিত হয়। নির্বাচনী ফলাফল গণনার পর নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সুজা উদ্দিন এই ফলাফল ঘোষণা করেন।