নিজস্ব প্রতিবেদকঃ
সিরাজগঞ্জের শাহজাদপুরে দূর্গা পুজার সপ্তমী তিথিতে আজ রবিবার বিকেলে সার্বজনিন দূর্গা পুজার বিভিন্ন মন্ডপ পরিদর্শন করলেন সিরাজগঞ্জ-৬ শাহজাদপুর আসনের মাননীয় এমপি ও বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতা। শাহজাদপুর পৌরসভা ও নরিনা ইউনিয়নের বিভিন্ন মন্ডপ পরিদর্শন কালে পুরোহিত ও দর্শনার্থীদের সাথে কথা বলেন তিনি। এ সময় পুজা মন্ডপের নিরাপত্তা সহ সার্বিক বিষয়ে খোজ নেন তিনি।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. শেখ আব্দুল হামিদ লাবলু, যুগ্ম সাধারণ সম্পাদক মুস্তাক আহমেদ, কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক উপ কমিটির সদস্য সুমগ্ন করিম, কেন্দ্রীয় যুবলীগের সদস্য আসাদ উল্লাহ তুষার, শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ও শাহজাদপুর উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি বিনয় কুমার পাল, সাধারণ সম্পাদক বিমল কুন্ডু, শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মনিরুল গনি চৌধুরী শুভ্র, সদস্য মোঃ শামসুল আলম, স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি ফারুক হাসান কাহার, সাধারণ সম্পাদক নিয়ন মাহমুদ, মোটর মালিক সমিতির সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, এমপি মহোদয়ের পিএস মোঃ তানভীর আহমেদ প্রমুখ।