নিজস্ব প্রতিবেদকঃ সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বড় মহারাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মঙ্গলবার সাড়ে ১১ টায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় আয়োজনে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ ২০২২ ইং র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালি ও আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিন এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ রুবিনা বেগম, ইউ,পি,চেয়ারম্যান আনোয়ার হোসেন বাবু,বড় মহারাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজয় হালদার,বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল জলিল,জামাত প্রামানিক, কিশোর-কিশোরী ক্লাবের জেন্ডার প্রমোটর ইশরাত জাহান বৃথী,রাবেয়া খাতুন, অন্তরা খাতুন,শিক্ষক-শিক্ষিকা,ছাত্র-ছাত্রী ও অভিভাবকবৃন্দ প্রমুখ।