1. admin@dailyjamunasongbad.com : admin :
শাহজাদপুরে শারদীয় দুর্গাপূজা উদ্‌যাপনের লক্ষ্যে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত - দৈনিক যমুনা সংবাদ
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শাহজাদপুরে ৪ নারী পেলেন বেগম রোকেয়া জয়ীতা সম্মাননা পদক ২০২৪ শাহজাদপুরে রাজশাহী রেঞ্জের ডিআইজির মতবিনিময় সভা অনুষ্ঠিত শাহজাদপুরের নন্দলালপুর রাখ জলা মহল ইজারার বিরুদ্ধে সংবাদ সম্মেলন শাহজাদপুরে পোরজনায় সরকারি রাস্তা উদ্ধারের দাবিতে স্কুলগামী ছাত্র-ছাত্রীদের মানববন্ধন শাহজাদপুরে ছাত্রীকে কু-প্রস্তাব দেওয়ায় শিক্ষককে শোকজ শাহজাদপুর সাব রেজিষ্ট্রি অফিসের দলিল লেখক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত শাহজাদপুরে পোরজনায় সাম্য,মানবিক বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে জাতীয়তাবাদী যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত শাহজাদপুরে রংধনু মডেল স্কুলের পক্ষ থেকে প্রেস ক্লাবের নেতৃবৃন্দকে সংবর্ধনা সিরাজগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি হাসান,সাধারণ সম্পাদক ইন্না খাজা এনায়েতপুরী (রহঃ) এর ছোট ছাহেবজাদার জানাজা সম্পন্ন

শাহজাদপুরে শারদীয় দুর্গাপূজা উদ্‌যাপনের লক্ষ্যে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

দৈনিক যমুনা সংবাদ
  • প্রকাশিত : সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩
  • ১০৪ বার পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৩ উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে সিরাজগঞ্জের শাহজাদপুর থানার উদ্যোগে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৫ই অক্টোবর) বেলা ১১টায় শাহজাদপুর থানা চত্বরে আয়োজিত মতবিনিময় সভায় অফিসার ইনচার্জ মোঃ খাইরুল বাসারের সভাপতিত্বে আলোচনা ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শাহজাদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান। উপ-পরিদর্শক মনজুর ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ লিয়াকত সালমান। পবিত্র কুরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে মতবিনিময় সভার সূচনা করা হয়। পরে থানার সেকেন্ড অফিসার শ্রী গোপাল চন্দ্র স্বাগত বক্তব্য রাখেন। আরো উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অসীম কুমার সাহা বানী, সহ-সভাপতি বিপ্লব কুমার সরকার ও নরেশ কুমার সাহা, সাধারণ সম্পাদক বাসুদেব দত্ত, পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি রতন বসাক, ও সাধারণ সম্পাদক মানিক সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক চন্দন রায়, উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কমান্ডার মোঃ রফিকুল হাসান, শাহজাদপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উপ-পরিদর্শক মোঃ রেজাউল করিম। আরো উপস্থিত ছিলেন, পৌরসভার বিভিন্ন পূজা মন্দির কমিটির নেতৃবৃন্দ, ১০টি ইউনিয়নের পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ও শতাধিক আনসার সদস্যরা উপস্থিত ছিলেন। আলোচনা ও মতবিনিময় সভায় আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে পূজা উদযাপন পরিষদের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দের বিভিন্ন সমস্যা ও সেগুলোর সমাধান নিয়ে আলোচনা করা হয়। শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বীগ্ন করার লক্ষ্যে শাহজাদপুর থানার উদ্যোগে আয়োজিত আলোচনা ও মতবিনিময় সভার প্রশংসা করেন। এবং সকলের সহযোগিতায় শাহজাদপুরে প্রতিবছরের ন্যায় এবারও শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠানের আশাবাদ ব্যক্ত করেন। এসময় শাহজাদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হিন্দু সম্প্রদায়ের উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন, কোনরকম গুজবে কান না দিয়ে কোন তথ্য থাকলে দ্রুত আমাদের জানাবেন। আমরা ২৪ ঘন্টা আপনাদের সহযোগিতা করার জন্য এবং শারদীয় দুর্গাপূজার শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রস্তুত। এসময় তিনি পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের প্রতি বিভিন্ন রকমের দিকনির্দেশনা প্রদান করেন এবং পূজা মন্ডপের উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে ক্লোজ সার্কিট ক্যামেরা স্থাপনের পরামর্শ দেন।

এ জাতীয় আরও খবর