1. admin@dailyjamunasongbad.com : admin :
শাহজাদপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত - দৈনিক যমুনা সংবাদ
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শাহজাদপুরে ৪ নারী পেলেন বেগম রোকেয়া জয়ীতা সম্মাননা পদক ২০২৪ শাহজাদপুরে রাজশাহী রেঞ্জের ডিআইজির মতবিনিময় সভা অনুষ্ঠিত শাহজাদপুরের নন্দলালপুর রাখ জলা মহল ইজারার বিরুদ্ধে সংবাদ সম্মেলন শাহজাদপুরে পোরজনায় সরকারি রাস্তা উদ্ধারের দাবিতে স্কুলগামী ছাত্র-ছাত্রীদের মানববন্ধন শাহজাদপুরে ছাত্রীকে কু-প্রস্তাব দেওয়ায় শিক্ষককে শোকজ শাহজাদপুর সাব রেজিষ্ট্রি অফিসের দলিল লেখক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত শাহজাদপুরে পোরজনায় সাম্য,মানবিক বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে জাতীয়তাবাদী যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত শাহজাদপুরে রংধনু মডেল স্কুলের পক্ষ থেকে প্রেস ক্লাবের নেতৃবৃন্দকে সংবর্ধনা সিরাজগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি হাসান,সাধারণ সম্পাদক ইন্না খাজা এনায়েতপুরী (রহঃ) এর ছোট ছাহেবজাদার জানাজা সম্পন্ন

শাহজাদপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

জেলহক হোসাইন
  • প্রকাশিত : শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২২
  • ২০৪ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক : সিরাজগঞ্জের শাহজাদপুরে আসন্ন শারদীয় দুর্গাপূজা যথাযথ ধর্মীয় মর্যাদায় সুষ্ঠু, সুন্দর ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষে এক প্রস্ততিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ১৭ সেপ্টেম্বর শনিবার সকালে উপজেলা পরিষদের শহীদ স্মৃতি সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন আয়োজিত উক্ত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার তরিকুল ইসলাম। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, ভাইস চেয়ারম্যান লিয়াকত আলি, শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম মৃধা, এনায়েতপুর থানার পুলিশ পরিদর্শক( তদন্ত) আসলাম আলি। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, শাহজাদপুর প্রেস ক্লাবের সাধারন সম্পাদক মুস্তাক আহমেদ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বিনয় কুমার পাল, সাধারণ সম্পাদক বিমল কুমার কুন্ডু, সহসভাপতি অনিল কুমার ঘোষ, পূজা সম্পাদক রাম চন্দ্র সাহা মিলন, বিজয় কুমার ঘোষ, পৌর শাখার সাধারন সম্পাদক মানিক সরকার, ইউপি চেয়ারম্যান হাজী সুলতান মাহমুদ, ইউপি চেয়ারম্যান আলমগীর জাহান বাচ্চু প্রমুখ। সভায় স্বরাষ্ট্র ও ধর্ম মন্ত্রনালয়ের দিক নির্দেশনা অনুযায়ী আসন্ন শারদীয় দুর্গোৎসব উৎসবমুখর পরিবেশে উদযাপনের সিদ্ধান্ত গ্রহন করা হয়।জানা গেছে, চলতি বছর শাহজাদপুর উপজেলার পৌরসভাসহ বিভিন্ন ইউনিয়নে ৯৭ টি পূজা মন্ডপে শারদীয় দুর্গাপূজার আয়োজন করা হয়েছে।সভায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, শাহজাদপুর উপজেলা শাখা ও পৌর শাখার নেতৃবৃন্দ, বিভিন্ন পূজা মন্ডপ কমিটির সভাপতি ও সাধারন সম্পাদক, ইউপি চেয়ারম্যান, সরকারি কর্মকর্তা ও বিভিন্ন মসজিদের ইমাম সহ গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, আগামী ১ অক্টোবর মহাষষ্ঠী পূজার মধ্যে দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গোৎসব শুরু হতে যাচ্ছে। আগামী ৫ অক্টোবর প্রতিমা বিসর্জ্জনের মাধ্যমে ৫ দিনব্যাপী বৃহত্তম এ ধর্মীয় উৎসব সম্পন্ন হবে।
এ জাতীয় আরও খবর